Wednesday, March 19, 2014

ঐটুকু খাদ, তাতে
রেখেছি আঙুল, শুরু
হোক যাদু, খুলে 
যাচ্ছে দরজা, লাভা
পড়ছে ছড়িয়ে তার
মুখে, হাঁ ক্রমশ বড়
হতে হতে, বাপ, দানো
ও দৈত্য, তারপর

নটে গাছ, একা...একা
মাথা মুড়োয়নি...আছে ।

No comments:

Post a Comment