আজ
নারী দিবস । হায়, এর চাইতে অবমাননাকর আর কি থাকতে পারে নারীদের ? এখনও কি
আমরা তাদের সর্বার্থে সমান ভাবে নিইনি আর্ধেক আকাশকে ? যদি নিয়ে থাকি,
তাহলে এই কোটা সিস্টেম কেন ? এ যে পিছিয়ে পড়া বর্গকে লিয়ে হ্যায় ! নারী ও
পুরুষ পরস্পর পরস্পরের পরিপূরক, কেউ ছোটো বা বড় নয় । একথা মনে থাকে না কেন
আমাদের ? নারীর প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখাতে পারলে, তাদের বিষয় না ভেবে,
তারাও পুরুষের সমান এটা ভাবতে পারলেই, বোধহয়, আমাদের অনেক সমস্যার সমাধান
হবে ।
No comments:
Post a Comment