Tuesday, March 11, 2014

হরির গোয়াল দেখি নাই । তবে মানিকের গোয়াল দেখি রোজ । দুইটা মাদি গরু তিনটা খাসি, আর একটা ভেড়া নিয়া এই গোয়ালঘর । দুধ আনবার জন্যে একদিন এই গোয়ালে গিয়া দেখি, সাধু আর চলতি মিশাইয়া বালতির জল ক্রমে ফেনাময় হয়ে উঠতাছে । খোদায় মালুম, কথাটা মিছা না । মানিকের গোয়ালের দুধের মত শাদা এইডা ।

No comments:

Post a Comment