Tuesday, March 11, 2014

লিঙ্গপূজার মধ্য দিয়ে, এই উপমহাদেশে, বহু বহুযুগ আগে থেকে, শিকড় গেড়েছে পুরুষতন্ত্র যার মূলোত্‍পাটন কঠিনতম এক কাজ । কেন না, ধর্মীয় মোড়কে এর বাজারীকরণ করা হয়েছে নিপুণভাবে । কেউ লক্ষ্য করছি না, যে শিবলিঙ্গে কোটি কোটি মেয়ে বা মহিলারা আজ দুধ ঢালবেন, সেই লিঙ্গটিই প্রোথিত পার্বতীর যোনিমধ্যে । এই মৈথুনরত দৃশ্যটির অন্য যে মাত্রা আছে তা ইশারাবাহী । এবং তা বৈজ্ঞানিকও । পজিটিভ ও নিগেটিভ এর এই খেলার উপর টিকে আছে এই জগত যাকে বলা হয়েছে পুরুষ ও প্রকৃতির লীলা । লিঙ্গপূজা যদি করতেই হয়, তবে যোনিপূজাই বা হবে না কেন ?

No comments:

Post a Comment