Wednesday, March 19, 2014

বসন্তের আমি কেউ নই । বর্ষারও নই আমি । গ্রীষ্ম বরাবর শত্রুতা করছে আমার । হেমন্ত ও শীত, কারও নই আমি । শরত, ঐ ফুলবাবুটিরও নই কোনোদিন । যদি ভাবো, আমি তাহার, আমি তাহারও নই । কাহারও যেমন আমি নই, কেউই আমার নয় । এই 'আমি'টাও আমার নয় । গ্রীষ্মরচিত সেই অনন্ত ফাঁদ জানে এই সত্য ।

No comments:

Post a Comment