Saturday, October 10, 2015

মহাপ্রস্থানের পথে এসে, দেখলাম,
কুকুর ছিল না ধারেকাছে ।
এ পথে গিয়েছিলেন যুধিস্থির । আমি
তাকে অনুসরণের কথা
ভাবিনি কখনও । আমার দ্রৌপদী নেই,
নকুল বা সহদেব নেই ।
কুরুক্ষেত্র থেকে বহুদূরে থাকি আমি,
মহাপ্রস্থানের পথে এসে খুঁজছি কুকুর ।
কালো হোক, শাদা হোক একটি কুকুর,
যে অন্তত যাবে না আমার সঙ্গে ।

No comments:

Post a Comment