কথাটি
গুজব, সত্য নয় । সত্যের চাইতে তার শক্তি বেশি । উড়ে যেতে পারে মুহূর্তের
হাত ধরে । নিমেষসম্ভব, বলে, সে থাকে আড়ালে, সত্যের পোশাকে । যেন এখনই মঞ্চে
উঠবে সে, দ্বিতীয় অংকের পর । সত্য তুমি, তাড়াহুড়ো নেই, ধীর পায়ে, এগিয়ে
যাচ্ছো ঐ, দূরে বধ্যভূমি, প্রস্তুত ফাঁসুড়ে, প্রস্থানভূমির চারদিকে
শ্বাসরোধকারী এক গল্পের খসড়া । ক্যামেরাতীত সে দৃশ্যে, তোমার চোখের তারা
ক্রমে হয়ে ওঠে সবুজ, ক্ষুধার্ত ।
No comments:
Post a Comment