Monday, October 14, 2013
ভিসা পেলাম । বাংলাদেশ ভিসা অফিসের প্রথম সচিব ওবায়েদুর রহমান অতি সজ্জন, নিজ হাতে গতকাল সব ব্যবস্থা করে দিলেন । ১১ অক্টোবর ঢাকা যাচ্ছি । ম্যাডাম প্রীতি আচার্য সহ । কমলাপুর শ্যামলীর বাসস্ট্যাণ্ডে অপেক্ষা করবেন কবি সরদার ফারুক এবং তরুণতুর্কী জাহিদ সোহাগ । ঢাকা থেকে বরিশাল । ভেবেছিলাম, কক্সবাজারেও যাবো । হচ্ছে না । এ যাত্রাতেও কক্সবাজারদর্শন হলো না । সব পুষে যাবে, ওবায়েদ আকাশ, সরকার আমিন, মেঘ অদিতি, বিধান সাহা, অপরাজিতা ফেরদৌস, সাঈদা মিমিদের সঙ্গে আড্ডা দিতে পারলে । অতি অবশ্যই শামীম রেজা ও লোক পত্রিকার সম্পাদক সহ গল্পকার পারভেজ ও কচি রেজাও আছেন । আরও অনেক অনেক বন্ধুও আছেন । সিম কার্ড দেবেন বলেছেন অনুজ কবি রেজওয়ান তানিম । আসছি ঢাকা ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment