Monday, October 14, 2013
চিত্রা
নক্ষত্রকে মনে পড়ে । কত কত রাত তার সাথে শুয়ে দেখেছি, বাঘিনী মূলত সে ।
তার ডাক নিশিরাত পার হয়ে চলে গেছে অনন্তের দিকে । মনে পড়ে মৃগশিরা, রোহিনীর
কথা । সর্পগন্ধা মৃগশিরা উল্লাসে মেতেছে প্রতিটি দুপুরে । রোহিনী
বিষাদগ্রস্তা, পূর্ণ কলসের মত, কথা কম, রাতে প্রগলভা । পতিত নক্ষত্র
শতভিষা, মূলত হস্তিনী । রাহুপ্রিয়া । কেতুর সকাশে তার আসা-যাওয়া । দেখি
তাকে মধ্যযামিনীতে । একটি শব্দের জন্য রাত জেগে বসে থাকা তরুণ কবিটি, জেনে
রেখো, নক্ষত্র দোষের কথা । প্রতিটি বাক্যের নিচে যে পাহাড়ী ঝর্ণা বয়ে
যাচ্ছে দক্ষিণ শিয়রে, তার জলে কৃত্তিকার ছায়া । সেই ছায়া গ্রাস করে রাখে এই
শূন্য পাতাগুলি । জেনে রেখো, কবিকে নরকগামী করে বিশাখার ক্রোধ ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment