Saturday, October 5, 2013
এই
INVADOR বা হানাদারদের উত্পাত ভারতবর্ষে হয়েছে সবচেয়ে বেশি । শক হূণ
গ্রীক, পাঠান, মোঘল থেকে শুরু করে ইংরেজ অবধি কত কত গোষ্ঠী এসে হানা দিয়েছে
এই দেশ, তার ইয়ত্তা নেই । কেউ লুঠপাট করে ফিরে চলে গেছে । কেউ থেকে গেছে
ক্ষমতার লোভে । যারা থেকে গেছে দীর্ঘকাল, তাদের আধিপত্য বিস্তারের কাহিনী
হয়ে ওঠেছে এদেশের সাহিত্য ও সংস্কৃতি । ফলে আমাদের দেশের সাহিত্য ও
সংস্কৃতি মূলত আধিপত্যবাদীদের সাহিত্য ও সংস্কৃতি । পাঠান
বা মোঘল রাজত্বের হাত ধরে এদেশে মুসলিম ধর্মের আগ্রাসনের শুরু । তার আগে
হিন্দু বৌদ্ধ বা জৈন ধর্মের আগ্রাসনকথা আমরা জানি । রাজক্ষমতার হাত ধরে
ধর্মের এই আগ্রাসন মেনে নিতে হয়েছে এদেশের নিরীহ মানুষজনদেল । পর্তুগীজ বা
ইংরেজশাসনকালেও এভাবেই খ্রীস্টান ধর্মের আবির্ভাব । এই আধিপত্যবাদের নোংরা
খেলা এখনও অব্যাহত যা মানা উচিত নয় কোনো সচেতন মানুষের পক্ষে ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment