অভিসারী
রাত্রি আজ পথে এসে দাঁড়িয়েছে, একা । মুহূর্মুহূ বিদ্যুচ্চমক থেমে গেছে কখন
। ফলে, তাকে ঘিরে রেখেছে অন্ধকার । পথ পিচ্ছিল ও অনিশ্চিত, এই গোপন অভিসার
তাকে কোথায় নিয়ে দাঁড় করাবে, জানা নেই তার । এটুকুই জানে সে, পথে নেমে,
ভাবতে নেই কিছু । পথই দেখাবে তাকে পথ ।
No comments:
Post a Comment