Monday, October 14, 2013

এবারই প্রথম এত নির্জীব দেখলাম আগরতলা । ষষ্ঠীর রাত যে ভাবে মেতে ওঠত আনন্দে, প্রাণের সেই আনন্দ যেন আর নেই । পূজা আয়োজকগণের সে জৌলুষ নেই । আলোকসজ্জাও এবার অতিম্রিয়মান । আগরতলার এত দরিদ্ররূপ এর আগে কখনও দেখিনি । কেন এমন হল ? আগরতলা কি দুঃখে আছে ? নাহলে এত বিষাদগ্রস্ত হবে কেন সে ? কে একজন বললেন, ম্লান হবে না কেন ? এই রাজ্যের প্রাণশক্তি হল কর্মচারিবৃন্দ । আজ তাদেরই আবস্থা রিক্ত । প্রতিমাসে একজন গ্রুপ ডি কর্মচারি ছহাজার টাকা কম পায় । উপরে আঠারো কুড়িহাজার টাকা । অংকের হিসাবে লক্ষ লক্ষ টাকা মার খাচ্ছেন কর্মচারিরা । বঞ্চনার এই বেদনাময় ইতিহাস আর কোথাও নেই পৃথিবীতে । কর্মচারিদের দীর্ঘশ্বাসে চাপা পড়ে গেছে পূজার আনন্দ ।

No comments:

Post a Comment