Thursday, October 31, 2013
পিঠে
বারবার ছাপ মেরে গেছে লোকে । কেউ বলেছে, লম্পট । কেউ আবার চরিত্রহীন,
অহংকারী । স্বেচ্ছাচারী বলে খবরের কাগজের শিরোনাম হলো কতবার । বহুগামিতার
দোষে কাঠগড়ায় উঠতে হয়েছে কতবার । অবিনয়ী বলেছেন কেউ কেউ । স্বার্থপর, লোভী ও
কামুক বলেছেন অনেকেই । মিথ্যেবাদী কি বলেছে কেউ ? মনে করতে পারছি না !
প্রেমিকপুরুষ বলে কোনো কোনো নারী আখ্যা দিয়েছেন । প্রতারকও বলেছেন কেউ কেউ
। মাতাল তো কমন কথা । এত বিশেষণময় হয়ে, এখন মনে হয়, এই নরকেও আমার স্থান
হবে না মৃত্যুর পর । ফুটন্ত তেলের কড়াইয়ে ফেলে আমাকে ভাজা হচ্ছে কত কতদিন
আগে থেকে, তাতেও এত বিশেষণভার কমবার নয় । হায়, একজন মোটে যদি পেতাম, এই ভার
ওপার পর্যন্ত পৌঁছে দিত, অন্তত ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment