Thursday, October 31, 2013
একটা
বুলেট, একটা ঝকঝকে স্টেনলেস ব্লেড, একটা শক্তপোক্ত দড়ি বা ৩০টা স্লিপিং পিল
। অনেকগুলি অপশন । তার কোনো একটা হলেই কেল্লা ফতে । মুশকিল হলো, স্লিপিং
পিল বিট্রেয়ার । ভরসা রাখা যায় না । দু দু'বার বিট্রে করেছে । দড়িও যে ভরসা
দেবে, সেটা কতখানি বিশ্বাস করতে পারি ? বুলেট হবার নয় । সে অনেক
ঝক্কিঝামেলা । হাতে রইল ঐ ব্লেড । কার্তিকদুপুর, তোমার জন্মদিনে শুভেচ্ছা
জানাবার জন্য এই ব্লেড ব্যতীত আর কিছু নেই । তুমি
বসন্তের কেউ নও, গোয়ালপাড়ায় যাতায়াত নেই তোমার । গত গ্রীষ্মে তুমি চষে
বেড়িয়েছ উঁইপোকাদের সাথে গীর্জার বাগানে । আমার টেবিলের পেপার ওয়েটগুলি
তুমিই পাঠিয়েছিলে তুরস্কের হারেম থেকে । আজ তোমাকে পাঠাচ্ছি স্টেনলেস ব্লেড
। যত্নে রেখো, আগামী জন্মদিনে শিরা কেটে তোমাকে উপহার দেবো রক্তঘড়ি সহ
বজ্রযানশ্লোক । তাতে উল্লেখ থাকবে বেদব্যাসপিতা রচিত এক অসম্ভব
প্রতারণাকাহিনী ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment