বিদায়
কলকাতা । বিদায় বন্ধুরা । কফিহাউসে কথা দিয়েও যেতে পারিনি আজ, অথচ অপেক্ষা
করছিলেন অনেকেই । দেখা হয়নি অনেকের সঙ্গেই । হয়তো আবার আসবো, হয়তো দেখা
হবে তখন । এই ঝটিতি সফরে অপূর্ণতাই থেকে গেলো বেশি । তবু আশ্চর্য এক ভালো
লাগা নিয়েও ফিরে যাচ্ছি । গৌতম মণ্ডল সম্পাদিত 'আদম' এর সাম্প্রতিক সংখ্যা
পেলাম, যেখানে সত্তর দশকের কবির তালিকায় সমরজিত্ সিংহকেও রেখেছে, যা
ভাবিনি কোনোদিন ।
No comments:
Post a Comment