Thursday, October 31, 2013
ম্যাঁয়
সময় হুঁ । কোনো এক টিভি সিরিয়ালের শুরুতে এই উক্তিটি ছিলো । জানি না, ঠিক
এভাবে কথা বলতে পারত কি না সময় ! সময় আসলে এক ধারণা, যেমন ঈশ্বর । এই
ধারণা-বশবর্তী হয়ে, বা, না হয়ে, মানুষ সমগ্র জীবন ধরে নিজেকে জানার চেষ্টা
করে গেছে, একই সঙ্গে আপন অস্তিত্ব প্রোথিত করতে চেয়েছে চিরকালীন সময়ে । সে
ভালোবেসেছে, ভালোবাসা পেতে চেয়েছিলো বলে । ঘৃণা করেছে, ভালোবাসাহীনতায় ।
ছবি এঁকেছে দুর্গম গুহায়, নিজের অভিজ্ঞান রেখে
যাবার তীব্র বাসনায়, যে বাসনা থেকে সে জন্ম দেয় সন্তানের । সকল সৃষ্টির
মূলে যদি ঐ অভিজ্ঞানই থাকে, তাহলে একটি অসহায় প্রশ্ন থেকে যায় আমাদের
সামনে, তা হলো, এই সুন্দরতম প্রকৃতি রচনার আড়ালেও কি তেমন কোনো বাসনা ছিলো
কারও ? তখনই, ধর্মবিশ্বাসীগণ, জানি, বলে উঠবেন, তিনিই ঈশ্বর ! আজ আমি সেই
অদেখা ঈশ্বরের বিরুদ্ধে তর্জনি সংকেত করে বলবো, তিনিও, তাহলে, সামান্য এক
পটুয়া যার এই সৃষ্টি একদিন মিশে যাবে সেই কালো গহ্বরে । চিরকালীন সময়ের
উর্ধে উঠে যেতে পারেনি তারও রচনা ! এই যুক্তির সামনে দাঁড়িয়ে, দু এক লাইন
লিখিয়ে বলে অর্ধপরিচিত এই আমাকে আজ আর অসহায় মনে হয় না । জানি, এই সব লেখা,
একদিন, মিশে যাবে ধুলিতে । উঁইয়ের খাদ্য হবার যোগ্যতাও নেই এসব লেখার ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment