জবাটির
রঙ লাল, ভেবে, যতটা হয়েছো খুশি, তার চেয়ে বেশি কষ্ট পেলে, লাল মুছে যখন
পাপড়িগুলি হয়ে ওঠল ধূসর । জবাও কি বহুরুপী তবে ? আফোট বিস্ময়ে কাকে যেন
বললে কথাটি । উত্তর দেবার কেউ নেই চরাচরে । জানোনি কখনো, রঙ মূলত কল্পনা,
না হলে সকল শাদা । বলে, উড়ে গেল এক প্রজাপতি । ডানাহীন অন্ধকারে ।
No comments:
Post a Comment