একটু
আগে, খেয়ে উঠেছি মাত্র, ঘরে লোকজন, কালীদার ফোন এলো । কবি কালীকৃষ্ণ গুহ ।
আমার দ্বিতীয় গল্পগ্রন্থ 'রাত্রিমথ' পড়ছেন । প্রথম দুটি গল্প পাঠের পর
ধৈর্য রাখতে পারেননি । বললেন, 'তোমার গল্প পড়ে আমার রক্তক্ষরণ হচ্ছে । মনে
হয়, আড়ালে একজন কাপালিক আছে । অসাধারণ ।' তিনি আরও কথা বললেন । হয়তো, তাঁর
সব কথাই স্নেহসম্ভব । তবু, এই কটি কথা আমার ভেতরের মৃতসত্তাকে দানবে
রূপান্তরিত করেছে মুহূর্তে । লিখতে ভালো লাগছিলো না আর । কোথাও যেন নিঃস্ব
হয়ে পড়ছিলাম । রাত্রিমথ প্রকাশিত হবার পর কলকাতার একটি কাগজ ব্যতীত আর
কোথাও কোনো আলোচনা বেরোয়নি । যেমন আলোচনা হয়নি আমার উপন্যাস 'আলান'
'অন্তর্জলকথা' নিয়ে । অথচ 'ট্রা রা রা রা' উপন্যাস সম্পর্কে আলোচনা করতে
গিয়ে, প্রথিতযশা উপন্যাসিক শৈবাল মিত্র, কলকাতা থেকে প্রকাশিত আজকাল-এ
বলেছিলেন, সমরজিত্ সিংহ এর লেখা শুধু পাঠক নয়, বাঙালী লেখকদেরও ঋদ্ধ করবে ।
হায় ! পাঠক কোথায় আমার ?কালীদার
চার নম্বর sms একটু আগে এলো । তিনি পড়ছেন এখনও । এক একটা গল্প পড়ছেন, আর
sms করে তার প্রতিক্রিয়া জানাচ্ছেন । এ আমার বুকার পাওয়ার চাইতেও অনেক বড়
পাওনা ।
No comments:
Post a Comment