ভাবছি,
অবসর জীবনে, বসে বসে, দিন কাটানোর চাইতে, কিছু কি করা যায় ? বাংলা একাডেমি
ঢাকা চালু করেছে লেখা শেখার ক্লাস । আমিও কি তা করবো ? পূঁজিহীন এই
ব্যবসাটা মন্দ নয় । মার্কসসাহেব কি বলবেন, জানি না, আমার মনে হয়, পূঁজিহীন
ব্যবসাতেই ক্ষতির সুযোগ কম । তাহলে কি কবিতার ক্লাস শুরু করে দেবো অবসর
জীবনে ? কবি যদি নাই হলাম, কবিতার ক্লাস এর মাস্টার তো হতে পারি !
No comments:
Post a Comment