আমি
বিশুদ্ধ মানুষ নই, ভালো মানুষ নই । নিজের ভেতরে টর্চ জ্বেলে কতদিন দেখেছি,
কত খানাখন্দ সেখানে । পোকা কিলবিল করছে সে সকল খানাখন্দে । আমার সরলতা চুরি
হয়ে গেছে কবে যেন । সব কিছু বাঁকা দেখি । আমার ভার্জিনিটি যে হরণ করেছিলো
জোর করে, সেই পিসতুতো দিদিকে অভিশাপ দেবার বদলে ধন্যবাদ দিই এই জন্য, সেই
শিখিয়েছিলো, ভালোবাসার বদলে কি করে শরীর হয়ে যায় তীর্থস্থান ।
তীর্থপরিক্রমাকালে দেখেছি, মানুষ শুধুই ব্যবহৃত হয়ে থাকে । ব্যবহৃত হয়েছি
আমিও । হতে হতে আমার সকল বিশ্বাস নিজ হাতে হত্যা করেছি । ভালো মানুষ নই আমি
। অথচ একদিন সত্যিই আমারও স্বপ্ন ছিলো প্রকৃত মানুষ হয়ে ওঠার...
No comments:
Post a Comment