Thursday, February 20, 2014

বাংলা সিরিয়্যালগুলিই কি বাঙালীর রুচির নমুনা ? যদি তাই হয়ে থাকে, তাহলে, দুইখান কথা আছে । এক) বহিরঙ্গে বাঙালী আধুনিক হলেও মনেপ্রাণে এখনও ঊনিশ শতাব্দীতেই রয়ে গেছে । দুই) মিছিল মিটিং আর সিরিয়্যালসর্বস্ব বাঙালী যতই নিজেকে চেতনাসম্পন্ন বলে প্রচার করুক, আসলে সেই চেতনা কতখানি, তা বোঝা যায়, পরনিন্দার বহর দেখে । বাংলাভাষা ও সংস্কৃতির মুগ্ধ একজন হিসেবে, কথাগুলি বলছি ।

No comments:

Post a Comment