Thursday, February 20, 2014

১৯৭৯ সালে বিষ্ণুপ্রিয়া মনিপুরী ভাষায় একটা উপন্যাস ধারাবাহিকভাবে এক সাপ্তাহিক কাগজে লিখতে শুরু করেছিলাম, যা শেষ করতে পারিনি কাগজটি বন্ধ হয়ে যাওয়ায় । উপন্যাসটির নাম ছিল, বাংলায়, তারই খোঁজে । একটি ছেলে যে মেয়েটিকে ভালোবাসে, ঐ মেয়েটি ছেলেটিকে ভালোবাসে না । সে ভালোবাসে আর একটি পুরুষকে অথচ ঐ পুরুষটি ভালোবাসে আর এক মেয়েকে । এই জটিলতা ছিলো উপন্যাসটির উপজীব্য । একদিন গ্যাংরেপড হয় মেয়েটি, তখন তার পাশে এসে দাঁড়ায় সে যাকে ভালোবাসতো না ঐ ছেলেটি । হায়, ঐ ধারাবাহিকটির কোনো কপি চিরঅগোছালো আমার কাছে নাই ! এখন যদি আবার লিখতে পারতাম...

No comments:

Post a Comment