Monday, June 30, 2014

নেশা সকলেই করে । কম বা বেশি । কেউ গাঁজা খায়, কেউ মদ । কেউ আফিম বা ব্রাউন সুগার । সাপের ছোবল খেতেও পছন্দ করে কেউ কেউ । আবার দুধ খাওয়ার নেশাও আছে অনেকের । ধূমপান তো রয়েছেই তার জমিদারিতে । কত ধরনের নেশা যে আছে । শরীরের নেশা আর টাকার নেশা নেই এমন লোক খুব কম । মাতব্বরির নেশাও অনেকের মধ্যে বিরাজমান । পূণ্য কামাইয়ের নেশাও অনেককে উন্মাদ বানিয়ে তোলে । যেমন প্রেমের নেশা । দিবানা বানিয়ে ছাড়ে । তবে এসব নেশায় ব্যক্তি থাকে জড়িত । যদিও প্রেমের নেশায় ধ্বংস হতে দেখেছি ট্রয় । কিন্তু রাজনীতির নেশা ? বড় খতরনাক । সমাজ আক্রান্ত হয় । তিন তাসের চাইতেও সর্বনেশে । অক্টোপাশের থাবা এটা । এই নেশাটির সঙ্গে জড়িয়ে রয়েছে ক্ষমতার নেশা, আধিপত্য বিস্তারের নেশা । আধিপত্যের কথা যখন এলো, তখন মনে এলো ধর্মীয় আধিপত্যের নেশা আজ ধারণ করেছে মারাত্মক আকার । যা জন্ম দেয় ভ্রাতৃবিদ্বেষের । অথচ ধর্ম ও রাজনীতির মোহপাশে আবদ্ধ নব্বুই শতাংশ মানুষ ।

No comments:

Post a Comment