Monday, June 30, 2014

এক এক করে খুলে ফেলি এ পোশাক ।
প্রথমে চামড়া । তারপর
হাত-পা, নখ ও দাঁত । নাভিমণ্ডলে ও চুল । আর
এই দুই চোখ । লিঙ্গ সহ
ঘিলু । উপমাবিহীন এই হৃৎপিণ্ড । খুলে ফেলি
শরীরের থেকে । মন, তাও ।

তারপর সব তুলে দিই পাঁচ মন্ত্র সহ প্রাণ ।
নাও, এটুকুই আছে । গ্রহণ করো, হে অন্ধকার

No comments:

Post a Comment