Tuesday, June 3, 2014

জল নেমে যাচ্ছে
শরীরের খাঁজ বেয়ে, নিচে ।

জলবিন্দু দেখে
অন্ধ এক পাখি এলো উড়ে ।

তার ঠোঁট লাল
জলে নেয়ে চকচকে দেহ ।

জল কি উষ্ণতা দিতে পারে ?
তাকেও গরম করে নিতে হয়, তবে
সে উষ্ণতা দেবে ?

জলের উত্থান চাই, জেগে ওঠা চাই
গীতগোবিন্দদম পাঠ শেষে
নীরব প্রার্থনা বাজে শরীরের কোষে কোষে, শিরা ও ধমনী
জুড়ে, পাখির ডানার গানে ।

No comments:

Post a Comment