Monday, June 30, 2014

মৃত এই নদীটির বুকে
চাপা দীর্ঘশ্বাস

অন্তরীক্ষলোকে
মাতামহী কাঁদে বারোমাস

নদীটির কথা যদি বলি
বাসের সেতুটি
ফিরে আসে, দেবে না অ ঞ্জলি
চেপে ধরে টুটি

জানে মাতামহী
সকল সম্পর্ক শেষ হলে,
নকুল ও অহি
থাকে জেগে অজিন বল্কলে

No comments:

Post a Comment