Monday, June 30, 2014

কাল যারা মেতেছিল নীরব কলরবে
তাহাদের দীর্ঘশ্বাস ছুঁয়েছো অনুভবে,

তুমি সেই রজকিনী মাতালে চণ্ডীদাসে,
তোমার-ই কথা আজ লিখেছি পরবাসে

বিষণ্ণ নদীটি জানে সে কথা, তুমি কি তা
জানো, মূঢ চপলতা, পুরানো হালখাতা ?

No comments:

Post a Comment