তোমার উষ্ণতাটুকু এই শীতে বড় প্রয়োজন,
শীতার্তকে করো দান আজ,
জড়াও দুহাতে এই দেহ, রন্ধ্রে রন্ধ্রে
ছড়িয়ে পড়ুক তাপ, জ্বালাও আগুন
চকমকি পাথরের মত ঘষে ঘষে,
শরীরের কোষে কোষে ছড়িয়ে পড়ুক
পারদের নীল আলো, উত্থানের পথে
মুখ রাখো, এ দেহ পোড়াও,
শীতার্তকে করো দান আজ,
জড়াও দুহাতে এই দেহ, রন্ধ্রে রন্ধ্রে
ছড়িয়ে পড়ুক তাপ, জ্বালাও আগুন
চকমকি পাথরের মত ঘষে ঘষে,
শরীরের কোষে কোষে ছড়িয়ে পড়ুক
পারদের নীল আলো, উত্থানের পথে
মুখ রাখো, এ দেহ পোড়াও,
ছাই হলে, দেখে নিও, তোমার উষ্ণতা
ক্রমপ্রসারণে তোমাকেও
নিয়ে গিয়েছিল আগ্নেয়গিরির দেশে,
লাভার অম্লান স্বাদ তোমাকে দিয়েছে !
ক্রমপ্রসারণে তোমাকেও
নিয়ে গিয়েছিল আগ্নেয়গিরির দেশে,
লাভার অম্লান স্বাদ তোমাকে দিয়েছে !
No comments:
Post a Comment