'পথ ছেড়ে চলে গেছে, বলে, কোনোদিন
পথের পেছনে
থেকো না !' নিজেকে বলি, বারবার !
পথের পেছনে
থেকো না !' নিজেকে বলি, বারবার !
তারপর, ভারতীয় দর্শনের শুরু,
পাশ্চাত্য দর্শন পালায় সেখান থেকে !
আর বিষাদ লাফিয়ে পড়ে
পাশ্চাত্য দর্শন পালায় সেখান থেকে !
আর বিষাদ লাফিয়ে পড়ে
ঘাড়ের উপর ! বটগাছের চারার মত এক
অন্ধকার নেমে আসে একা !
অন্ধকার নেমে আসে একা !
No comments:
Post a Comment