এক অসংসারী লোকের সংসার পাতা যে কত হ্যাপার, তা যদি আগে জানতাম, এই পথে পা দিতে দশবার ভাবতাম ! লিভ টুগেদার আর সংসার পাতা কি আসলেই এক ? কে জানে ! সঙ্গলোভে এই এতদূর এসে, টের পাচ্ছি, এ পথ আমার নয় !
তাহলে কি বড় মামার মত কৌপিনসম্বল হয়ে
থাকতাম ? এটাও যে আমার কাম্য নয় !
ফলে, সঙ্গকামীই হয়েছি ! তাছাড়া, ঐ যে, তামসিক, কামাতুর এক পুরুষ হবার শাস্তিও পেতে হয় শেষ পর্যন্ত !
সংসার মূলত কামার্ত পুরুষের শোধনাগার !
আজ, বারুইপুর বাজারে ঘুরতে ঘুরতে, এটুকুই বুঝেছি !
তাহলে কি বড় মামার মত কৌপিনসম্বল হয়ে
থাকতাম ? এটাও যে আমার কাম্য নয় !
ফলে, সঙ্গকামীই হয়েছি ! তাছাড়া, ঐ যে, তামসিক, কামাতুর এক পুরুষ হবার শাস্তিও পেতে হয় শেষ পর্যন্ত !
সংসার মূলত কামার্ত পুরুষের শোধনাগার !
আজ, বারুইপুর বাজারে ঘুরতে ঘুরতে, এটুকুই বুঝেছি !
No comments:
Post a Comment