আগামী জন্মের কথা বলে যাবো আজ...
তুমি কি বিশ্বাস করো এই জন্মান্তরে ?
গতজন্ম ছিলো পাথরের,
তার আগে, ছিলাম গভীরতম জলে,
এবার ধুলোর প্রেম, তুমি কি থাকবে
আমার ধুলোয় ?
গতজন্ম ছিলো পাথরের,
তার আগে, ছিলাম গভীরতম জলে,
এবার ধুলোর প্রেম, তুমি কি থাকবে
আমার ধুলোয় ?
যদি থাকো, তাহলে, তোমাকে
দেবো ঐ চাবিটি, আমার.আগামী জন্ম...
দেবো ঐ চাবিটি, আমার.আগামী জন্ম...
No comments:
Post a Comment