ত্রিভুজ প্রসঙ্গ এলে, প্যাথাগোরাসের
চেয়ে বেশি মনে পড়ে তোমার শরীর,
জ্যামিতি জানি না, সমদ্বিবাহুর মত
মসৃণ ঐ ঊরুদ্বয় উপমা হিসেবে
যদি ধরি, তাহলে সম্পাদ্য
এখানে টেকে না, আর উপপাদ্য প্রমাণসাপেক্ষ
চেয়ে বেশি মনে পড়ে তোমার শরীর,
জ্যামিতি জানি না, সমদ্বিবাহুর মত
মসৃণ ঐ ঊরুদ্বয় উপমা হিসেবে
যদি ধরি, তাহলে সম্পাদ্য
এখানে টেকে না, আর উপপাদ্য প্রমাণসাপেক্ষ
প্রমাণের প্রসঙ্গে, তোমার
যজ্ঞভূমি মনে হতে পারে উপযুক্ত,
সমবাহু ত্রিভুজের সকল লক্ষণ দৃশ্যমান
যজ্ঞভূমি মনে হতে পারে উপযুক্ত,
সমবাহু ত্রিভুজের সকল লক্ষণ দৃশ্যমান
এ বিষয়ে, প্যাথাগোরাস কি বলেছেন,
সমালোচকের মতামত
কি হবে, জানি না, আমার আ ঙুলগুলি
তোমার ত্রিভুজে রেখে প্রতিপাদ্যটিকে
সম্পন্ন করার ব্যর্থ চেষ্টা
করে যাচ্ছি, এ মাঘনিশীথে !
সমালোচকের মতামত
কি হবে, জানি না, আমার আ ঙুলগুলি
তোমার ত্রিভুজে রেখে প্রতিপাদ্যটিকে
সম্পন্ন করার ব্যর্থ চেষ্টা
করে যাচ্ছি, এ মাঘনিশীথে !
No comments:
Post a Comment