কেবলই একা হয়ে যেতে হয়, সঙ্ঘ থেকে সরে এসে নিঃসঙ্গতার ধরেছি হাত,পথে পথে অনন্ত বিষাদ ছড়িয়ে রেখেছে তার সকল তপস্যা, ভোরের রোদের মত স্নিগ্ধ স্নান শেষে
হাঁটু মুড়ে বসি তার কাছে, বলি, কথা বলো, কথা বলো, নীরবতা !
হাঁটু মুড়ে বসি তার কাছে, বলি, কথা বলো, কথা বলো, নীরবতা !
No comments:
Post a Comment