ছুঁয়ে, মনে হলো, এ কোন বিদ্যুতস্পর্শ !
এগারো হাজার ভল্ট, না কি আরো বেশি ?
দুটি তানপুরা উল্টে দিই,
ঐ তারে, আঙুল রেখে বাজাই ইমন,
গলে যাচ্ছে সুর, জলোচ্ছ্বাস শুরু হলে,
সাইরেন বাজে, বেজে যেতে থাকে রক্তে,
না কি ব্রেনসেল জুড়ে মুগ্ধ তারাবাজি ?
এগারো হাজার ভল্ট, না কি আরো বেশি ?
দুটি তানপুরা উল্টে দিই,
ঐ তারে, আঙুল রেখে বাজাই ইমন,
গলে যাচ্ছে সুর, জলোচ্ছ্বাস শুরু হলে,
সাইরেন বাজে, বেজে যেতে থাকে রক্তে,
না কি ব্রেনসেল জুড়ে মুগ্ধ তারাবাজি ?
তুমি জানো, এ সময় পুড়ে মরবার,
এ সময় অগ্নুত্পাতের,
এ সময় মুহূর্তের সাথে নিমেষের
এক দেহে লীন হয়ে আকাশ দেখার...
এ সময় অগ্নুত্পাতের,
এ সময় মুহূর্তের সাথে নিমেষের
এক দেহে লীন হয়ে আকাশ দেখার...
No comments:
Post a Comment