আমি যা পারি না, তুমি পারো,
এই সত্য থেকে আমি ক্রমশ তোমার
দিকে ঝুঁকে পড়ছি, ঈশ্বর !
এই সত্য থেকে আমি ক্রমশ তোমার
দিকে ঝুঁকে পড়ছি, ঈশ্বর !
নারায়ণ শিলা নয়, তুমি সেই, আমার কৈশোর, পীড়িত শৈশব আর মুগ্ধ দিনগুলি !
তোমাকে প্রণাম, হে অতীত !
তোমাকে প্রণাম, হে অতীত !
ঈশ্বর জেনেছি আমি তোমাকে, হে সতেরো,
যেভাবে জেনেছে মরু-উট কাঁটা সহ
ঐ সবুজ, ক্রম জায়মান শ্যাওলাকে !
যেভাবে জেনেছে মরু-উট কাঁটা সহ
ঐ সবুজ, ক্রম জায়মান শ্যাওলাকে !
No comments:
Post a Comment