মেঘ ঝুঁকে আছে তোমার মুখের দিকে,
যেন সে প্রেমিক, ভিজে যাচ্ছে
তোমার শরীর, তোমার চোখের পাতা
যেন সে প্রেমিক, ভিজে যাচ্ছে
তোমার শরীর, তোমার চোখের পাতা
এই দৃশ্যে, আমিও কাতর, মেঘ নই,
সামান্য প্রেমিক, দূর থেকে
দেখি, মেঘচুম্বনের সুখে কেঁপে ওঠে
তোমার শরীর যেন তুমি আরতির ঐ প্রার্থনা
সামান্য প্রেমিক, দূর থেকে
দেখি, মেঘচুম্বনের সুখে কেঁপে ওঠে
তোমার শরীর যেন তুমি আরতির ঐ প্রার্থনা
আমাকে বিহ্বল করে কি সুখ পেয়েছো ?
No comments:
Post a Comment