দুজন দুদিকে,
দুজনের কেউ নও তুমি !
দুজনের কেউ নও তুমি !
রাত শেষ হয়ে এলে, দুই পথ এসে
মিলিত হয়েছে তোমার ঘরের পাশে,
মিলিত হয়েছে তোমার ঘরের পাশে,
এই দুই পথে কোনোদিন
হাঁটোনি তুমিও !
হাঁটোনি তুমিও !
যে পথে হেঁটেছো তুমি একা
সে পথ তাদের নয়, ফলে,
সে পথ তাদের নয়, ফলে,
রাত শেষ হয়ে এলে তুমি
বিছানা আলাদা করে শুতে যাও রোজ
বিছানা আলাদা করে শুতে যাও রোজ
দুজনে তোমাকে ভাবে, তুমি
দিক ভুলে হারিয়ে গিয়েছো !
দিক ভুলে হারিয়ে গিয়েছো !
পথ, দিক, রাত্রি
আর ঐ দুজন তোমারই প্রতিবেশী
আর ঐ দুজন তোমারই প্রতিবেশী
শুধু এই, সময় আলাদা তোমাদের !
No comments:
Post a Comment