কথকতা শেষ হলো, তবু
কথা থেকে যায়,
না বলা এসব বুঝে নিও একদিন !
কথা থেকে যায়,
না বলা এসব বুঝে নিও একদিন !
নিত্য বাজারের পথে দেখা হয়েছিলো,
ভুলে গেছো বুঝি ?
সবুজ মাঠের শেষে সূর্যাস্তের আলো
পড়েছিলো এসে,
সে আলোয় স্নান করে তুমি
উঠে আসছিলে, কুললক্ষ্মী...
ভুলে গেছো বুঝি ?
সবুজ মাঠের শেষে সূর্যাস্তের আলো
পড়েছিলো এসে,
সে আলোয় স্নান করে তুমি
উঠে আসছিলে, কুললক্ষ্মী...
এই দৃশ্য স্তব্ধতার, আহত পাঁজর
খুলে, দেখিয়েছি
মৃতদের স্বপ্নগুলি কেমন ফ্যাকাসে !
স্বপ্ন আর কথা
বলেছি অনেক, বাকি থেকে গেছে আরও !
খুলে, দেখিয়েছি
মৃতদের স্বপ্নগুলি কেমন ফ্যাকাসে !
স্বপ্ন আর কথা
বলেছি অনেক, বাকি থেকে গেছে আরও !
বাকি সব বুঝে নিও, একান্ত আড়ালে !
No comments:
Post a Comment