কে এসেছে ? কে ? কে ?
কেউ নয় !
কেউ নয় !
দাড়ি, কমা বা সেমিকোলন নয়,
যতি, রতি কেউ নয় !
যতি, রতি কেউ নয় !
একটি অর্ধসমাপ্ত বাক্য
আধপথ থেকে ফিরে যায়
আধপথ থেকে ফিরে যায়
শ্বাসাঘাত প্রধান হে ভাষা,
তুমিও কি ফিরে যাচ্ছো ঐ নীরবে ?
তুমিও কি ফিরে যাচ্ছো ঐ নীরবে ?
No comments:
Post a Comment