একা হও, না হলে কি করে
দেখা পাবে তার ?
দেখা পাবে তার ?
ভিড়ে সে আসে না,
মুখরতা তার প্রিয় নয়,
মুখরতা তার প্রিয় নয়,
উল্লাসে মেতেছে কেউ কেউ,
চিয়ার্স, চিয়ার্স...
চিয়ার্স, চিয়ার্স...
ভরে ওঠে গেলাসের ফেনা,
সেখানে সে নেই,
সেখানে সে নেই,
মজলিস থেকে দূরে থাকো,
একা হও, একা
একা হও, একা
তখনই, দূরের তারার
আলো ক্রমে তোমার ভেতরে
আলো ক্রমে তোমার ভেতরে
বৈতরণী পার হয়ে অসম্ভব এক
হাওয়া আসে, আর
হাওয়া আসে, আর
সে হাওয়ায় মনে হবে, কে যেন সেতার
বাজাচ্ছে, বাগেশ্রী...
বাজাচ্ছে, বাগেশ্রী...
No comments:
Post a Comment