আমি সেই মোমবাতি, গলন ব্যতীত
যার কোনো আলো নেই, তাপ নেই, তবু
ছাই হতে হতে
টের পাই, আগুন ছড়িয়ে
আছে দহনের পথ জুড়ে...
যার কোনো আলো নেই, তাপ নেই, তবু
ছাই হতে হতে
টের পাই, আগুন ছড়িয়ে
আছে দহনের পথ জুড়ে...
ক্রমপতনের দিন আসে
মুগ্ধ পর্যটনে, চৈত্রপবনের মত
মুগ্ধ পর্যটনে, চৈত্রপবনের মত
একা একা পুড়ি, গলে যাই
পতনের দ্রুত পথে
পতনের দ্রুত পথে
সাক্ষী নেই, পাতাটির মত !
No comments:
Post a Comment