দেহ রন্ধ্রময়,
চুমু দিলে বাজে !
চুমু দিলে বাজে !
সরগম ভুলে
আমিও বাজাই
আমিও বাজাই
তোমার শরীর
এই নিশি রাতে !
এই নিশি রাতে !
আমাদের দেখে
ঈশ্বর আসেন,
ঈশ্বর আসেন,
নৈশ প্রহরীর
মতো, একা একা,
মতো, একা একা,
এখানে রচিত
হচ্ছে আদি স্বর্গ !
হচ্ছে আদি স্বর্গ !
জলমগ্ন ভূমি
জাগে লোহাস্পর্শে,
জাগে লোহাস্পর্শে,
এই দৃশ্যে, তিনি
বজ্রযানী যোগী !
বজ্রযানী যোগী !
আমরা দুজনে
তাকেও জাগাই !
তাকেও জাগাই !
তিনিই পাঠক,
এই কবিতার
এই কবিতার
তিনি মগ্ন শ্রোতা
আমাদের গানে !
আমাদের গানে !
রন্ধ্রে রন্ধ্রে তার
দীর্ঘশ্বাস শুনি
দীর্ঘশ্বাস শুনি
এ শরীর যেন
আনন্দমুখর
আনন্দমুখর
বাঁশি, ধ্বনিময়,
পূর্ণ ইশারার !
পূর্ণ ইশারার !
No comments:
Post a Comment