কোথাও যেন যাবার কথা ছিল, এই ভ্রম ছেড়ে, মোহ ছেড়ে, কথা ছিল সকলই দেব উত্সর্গ করে, এই দেহ, এই প্রাণ, মন, আমার সকল দোষ, কাম, লোভ, সব !
হায় ! কোথায় যাবো, আজ সেটাই ভুলে গেছি, ফলে, ভ্রমণময় হয়ে আছি, যেন সেই বেদে, যার কোনো গন্তব্য নেই, কেবল চলা আছে !
হায় ! কোথায় যাবো, আজ সেটাই ভুলে গেছি, ফলে, ভ্রমণময় হয়ে আছি, যেন সেই বেদে, যার কোনো গন্তব্য নেই, কেবল চলা আছে !
No comments:
Post a Comment