চুপ, কথা নয়,
নীরবতা থাক
মাঝখানে, শ্বাস
নাও, যতখানি
পারো, তারপর
দেখো, দেহ জুড়ে
জ্যোত্স্নার ছায়া...
নীরবতা থাক
মাঝখানে, শ্বাস
নাও, যতখানি
পারো, তারপর
দেখো, দেহ জুড়ে
জ্যোত্স্নার ছায়া...
এই চেয়েছিলে
শরীরের কাছে ?
না কি আরো কিছু ?
বলোনি কখনো,
আড়ালে রেখেছো
এত সব কথা ?
শরীরের কাছে ?
না কি আরো কিছু ?
বলোনি কখনো,
আড়ালে রেখেছো
এত সব কথা ?
বুঝি না তোমাকে,
চুপ করে থাকি,
এই নীরবতা
আমারও আড়াল !
চুপ করে থাকি,
এই নীরবতা
আমারও আড়াল !
No comments:
Post a Comment