Tuesday, January 28, 2014

লবণহ্রদের কথা পড়েছি ভূগোলে । শাদা ককেশাস, গাঢ় ঐ সবুজ উপত্যকা আজ পাঠ করি তোমার শরীরে । লবণহ্রদের দিকে যেতে যেতে, দেখি, শর্ষেক্ষেত ছাপিয়ে উঠছে ঢেউ । নোনাগন্ধে মাতাল গোসাপ, বুনো শুয়োরের মত ঘাড় গুঁজে, নেমে যাচ্ছে হ্রদের আগুন জলে । ভূগোল পাঠের ফলে, জেনে যাই, খনিতে নামার আগে বেজে ওঠে সাইরেন তোমার শরীরে ।

No comments:

Post a Comment