Tuesday, January 28, 2014

নমঃ দুর্বাঘাস, ও শ্যামরূপ 
নমঃ পীঠস্থান, ও জলরূপ 
নমঃ নাভিরূপ, ও ঊরুসন্ধি 
নমঃ উত্থান, প্রবেশমুহূর্ত, 
নমঃ রাত্রি, ও দুটি বেদানা, 
পান করি রসসার, দন্তাঘাতে জেগে ওঠা ও দুটি পীচফল, নমো নমঃ । 
গ্রীবার সকাশে ধাবমান, ও চুম্বন, 
তোমাকে প্রণাম । নমঃ অধর, ও খরজিহ্বা, 
মেলে ধরো দুর্বাঘাস, 
তাহাকে সরাও, বেজে ওঠো, ও গোপন এস্রাজ, 
এই রাত্রি কামাখ্যাপ্রণীত । 
কাঁধের উপর নৃত্যরত দুই পা, তোমাদের প্রণাম । 


এই যজ্ঞ শেষে, দেহভূমি পার হয়ে, 
তরমুজ ক্ষেত অতিক্রম করে, এসো প্রাণ, আমার কুটিরে ।

No comments:

Post a Comment