Tuesday, January 28, 2014

সমুদ্র স্নানের শেষে, দেখি, দেহে লেগে আছে নুন, ক্ষার, পিচ্ছিল শ্যাওলা । সাঁতারপর্বটি উত্তেজক, ঢেউ এসে ভেঙে পড়েছিলো দিব্যচরসের মত । গোপন বদ্বীপে, প্রতিরাতে, চাঁদের জোয়ার নামে, ফুলে ওঠে সমুদ্রের জল । পরিত্রাণহীন স্নান শুরু হলে, ফেনা ও বুদ্বুদে মাখামাখি জলযান এই দেহ তোমাকে প্রণাম করে, যে তুমি মূলত বেদনার অন্তিম সন্তান ।

No comments:

Post a Comment