Tuesday, January 28, 2014

সম্ভবত দেবদাস আচার্যই বের করতেন 'বাইসন' । সে সত্তর দশকের কথা । আমার তখন কলকাতাযাপনকাল । অনুরুদ্ধ হয়ে লিখেওছিলাম ঐ কাগজে । ১৯৭৯ সালে সরকারি চাকুরির লোভে অফার পেয়ে আগরতলাবাস শুরু করি । দীপংকর সাহাও ফিরে আসে কলকাতা থেকে । ত্রিপুরায়, আমাদের সমকালীন লেখালেখি তখন পছন্দ হতো না আমাদের । দীপংকর বলতো, এসব কি লেখা হচ্ছে ? অলংকারশাস্ত্র, ছন্দ ইত্যাদির জ্ঞান ছাড়াই যে যাখুশি লিখে যাচ্ছেন আর হাততালি পাচ্ছেন । নকুল রায় তার কিছু অনুগত নিয়ে হৈচৈ করে বেড়াচ্ছে গ্রুপ সেঞ্চুরি নামে । বন্ধুত্বের দায়ে তাদের ঐ সব হৈচৈ-এ থাকতে হতো । তাদের ঐ উন্মাদনা খারাপ লাগতো না । দীপংকর বিরক্ত হতো । একদিন বললো, চলো, একটা কাগজ করি যা তারুণ্যের প্রতীক হবে । তার প্রস্তাব মেনে, দেবদাসের ঐ কাগজের নাম ব্যবহার করে বের করি 'বাইসন' । শিং উঁচিয়ে আসা এক কাগজ । ভালো কবিতা ছাডা লেখা ছাড়া কাউকে পাত্তা দিতাম না আমরা । সঙ্গে পেলাম প্রদীপ দত্তচৌধুরী, অসিত দত্তকে । অসিত দত্ত এ রাজ্যের সেরা গল্পকার যার তুল্য এখন অবধি আর কেউ হতে পারেনি । এই বাইসন তখন ত্রিপুরায় মীথ হয়ে দাঁড়িয়েছিলো, এই কারণে, ৩০০ কপি বের করতাম তার মধ্যে ২০০ কপিই বিক্রি হয়ে যেত এডভান্স ।

No comments:

Post a Comment