Tuesday, January 28, 2014

মফস্বলের কবিসম্মেলন মানে বিস্তর মজা । যারা কবি নন, তারাও এসে অম্লানবদনে কবিতা পাঠ করেন, যা কবিতা নয় আদৌ । বেশ বেশ করে মাথা নেড়ে প্রশংসাও করতে হয় তাদের । আজ এরকম এক কবিসম্মেলন হলে জনগ্রন্থাগারে । তার আগে মাইকেল মধুসূদন দত্তর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ অর্পণ হলো । আগরতলা থেকে এলো প্রবুদ্ধসুন্দর কর, শুভেশ চৌধুরী, মাধব বনিক । বিশালগড় থেকে অপাংশু দেবনাথ । উদয়পুর থেকে অনিরুদ্ধ সাহা ও আরও অনেকে । কবিতা পাঠের আসরের পর যথারীতি কবিদের আড্ডা ওঠে জমে । তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করতে গিয়ে যার কোনোটাই উপভোগ করতে পারিনি আমি । তবু দক্ষিণ ত্রিপুরা জেলাপ্রশাসনের উদ্যোগে এরকম একটা অনুষ্ঠান হয়ে গেলো বিলোনীয়ায় । কম কথা নয়

No comments:

Post a Comment