Tuesday, January 28, 2014

না হে, এভাবে আর চলে না । জড়ভরতের দেশে থাকি, কোথাও উজ্জ্বল মাছ নেই । সন্ধেবেলা সবুজ টিয়ার দল আকাশ কাঁপিয়ে ছুটে যায় পশ্চিমের দিকে । অন্তত ঐ টিয়াটির মত যদি সবুজ হতাম ! উড়ে উড়ে চলে যেতাম বরিশাল রাজশাহী মেদিনীপুরের থেকে আরও দূরে ভালোপাহাড় হয়ে ঝাড়গ্রাম ঝাড়খণ্ড, আরও দূর ভীমবেটকার গুহার ওপাশে দীর্ঘতম ঐ গাছের ডালে । পথে ব্যাধতীর, পাখিশিকারির বন্দুকের শিস, মাংসলোভী মানুষের নখজাল পার হয়ে, চলো, উড়ে যাই অন্তরীক্ষ পার হয়ে, সুপারনোভার কাছে ।

No comments:

Post a Comment